Thursday, June 4, 2015

সর্টকার্ট ভাইরাসের কারনে পেনড্রাইভ থেকে হারিয়ে যাওয়া ডাটা ফিরিয়ে আনুন কোনরূপ সফটওয়্যার ছাড়াই

পেনড্রাইভ থেকে হারিয়ে যাওয়া ডাটা ফিরিয়ে আনুন

অনেক সময় পেনড্রাইভে অনেক গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় ডাটা থাকে কিন্তু ওপেন করতে গেলে দেখা যায় যে সর্টকার্ট দেখায় বা ওপেন হয় না বা কিছুই পাওয়া যায়না।  কিন্তু তখনো পেনড্রাইভের একই পরিমানে জায়গা পূর্ণ থেকে, যার অর্থ পেনড্রাইভে ডাটা রয়েছে কোন একটা কারনে ওপেন হচ্ছে না বা দেখা যাচ্ছে না। মূলত ভাইরাস এর কারনে এমনটা হয়ে থাকে। চিন্তার কোন কারন নেই, সেই ডাটা কিভাবে ফিরে পাওয়া যাবে সেটা নিয়েই আজকের টিউন।
এ বিষয়ে হয়তো পূর্বে ও টিউন করা হয়েছে তবুও যারা জানেন না বা পারেন না তাদের জন্য এই টিউন। বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতির কথা (কোথায়ও সফটওয়্যার ব্যবহারের কথা) বলা থাকলেও অনেকগুলোই কাজে আসে না। তাই আমি আজ এক সহজ ও কার্যকরী পদ্ধতি দেখাচ্ছি যার জন্য কোনরূপ সফটওয়্যার ও দরকার হবে না। যাইহোক সরাসরি কাজের কথায় চলে যাই।

প্রথমে রান (Run)  মেনুতে যায় (Crtl+R), সেখানে টাইপ করুন cmd এবং  Enter চাপুন । দেখুন নিচের ছবি এর মত একটা উইন্ডোস আসবে।

এখন টাইপ করুন   attrib -h -r -s /s /d i:\*.*   এবং  Enter চাপুন। প্রয়োজনে লেখাটা কপি করে বসিয়ে দিন। এখানে  i  হচ্ছে পেনড্রাইভ এর অবস্থান যে ড্রাইভে সেটা। SuMaN_ এটা হচ্ছে কম্পিউটারের নাম এখানে আপনার কম্পিউটারের নাম আসবে।


এখন পেনড্রাইভ ওপেন করে দেখুন সব ডাটা বা ফাইল পেয়ে যাবেন।

No comments:

Post a Comment