Monday, June 1, 2015

AyuWage Free Earn

Earn money from AyuWage


প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি ভাল আছেন। টেক টিওন এ অনেক গুলো পোস্ট করেছি কিন্তু কষ্টের বিষয় হল সবগুলো পোস্ট ই পেন্ডিং আছে। আসলে কোন নীতিমালার ভঙ্গের জন্য বাতিল হল টা যদি জানতে পারতাম তাহলে সেটা বাদ দিতে পারতাম। যাই হোক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি ওয়েব সাইট নিয়ে, যেটা দিয়ে আপনি  ইনকাম করলে সত্যি সত্যি আপনাকে পে করবে। বিশ্বাস করেন আমি বেশ কয়েকবার পেজাতে ডলার ত্রান্সফার করছি। তাই আপনাদের সাথে বার বার এই সাইট টি শেয়ার করছি।
আজ আমি এমন এক সাইট এর কথা বলব যেখানে আপনি প্রতি দুই দিনে এক ডলার ইনকাম করতে পারবেন। মাসে  ১৫ ডলার। এখন বলতে পারেন ১৫ ডলার দিয়ে কি হবে। হা বর্তমানে ১৫ ডলার দিয়ে কিছু ই হয় না। কিন্তু আপনি যদি একটু বেশি সময় দিতে পারেন তাহলে এরচেয়ে বেশি আয় করতে পারবেন। বর্তমানে আমাদের অনেক কাজে নেট এ মাঝে মদ্দে ডলার দরকার হয়। সেখানে এই ডলার টা বেবহার করতে পারবেন। আর যদি ইছহে করেন তাহলে আপনি ডলার নিজের অ্যাকাউন্ট এ তুলতে পারবেন। শুধু তাই এ নয় আয় ৫ ডলার হলে সাথে সাথে তুলে নিতে পারবেন।
AyuWage হছেছ বিসশস্ত এক  সাইট যেখান থেকে অনায়াশে আয় করা যায়। রেজঃ করতে শুধু একটি ইমেইল আইডি লাগবে রেজঃ করা খুব সহজ তাই এই নিয়ে বেশি কিছু লিখলাম না। গুগল এ জেয়ে ayuwage লিখে সার্চ দিলে ওয়েবসাইট পেয়ে যাবেন। লিঙ্ক দিলাম না কারন এডমিন এটাকে রেফঃ লিঙ্ক মনে করতে পারে। তারপরও যদি কার লিঙ্ক পেতে সমসসা হয়। আমার ব্লগ এ একটু ঘুরে আস্তে পারেন।
এই সাইট থেকে আপনি শুধু এড দেখে, লিঙ্ক কপি করে, কেপচা টাইপ করে আয় করতে পারবেন। প্রতি তিন মিনিট পর পর আপনার জন্য এড বরাদ্দ হবে এবং আপনাকে সেই এড দেখতে হবে।
Explore: এই আপশন থেকে আপনি তিনটি লিঙ্ক কপি করে প্রতি এড এ .০৩ ডলার আয় করতে পারবেন। দিনে ১০-১৫ টা এড পাবেন
Normal: এই আপশন থেকে আপনি এড দেখে প্রতি এড এ .০০৫ ডলার আয় করতে পারবেন। এছাড়া অনেক অপশন আছে।
রেজঃ করার তিন দিন পর যদি কেও আমার কথা মত ইনকাম করতে না পারেন তাহলে আমকে কমেন্ত করে জানাবেন। আমি চেষ্টা করব বিশদ বুজিয়ে বলার। কারো যদি বুজতে সমসসা হয় অবশ্যই আমাকে জানাবেন। ভাল থাকবেন। নিরাপদ থাকবেন.

No comments:

Post a Comment