Friday, June 5, 2015

Android Mobile ফ্ল্যাশ করার পদ্ধতি,জেনে রাখুন হয়তো বা ২০০/৩০০ টাকা বেচে যেতে পারে

Android Mobile ফ্ল্যাশ করার পদ্ধতি

নানা কারনে আপনার স্মার্ট ফোনটি ব্রিক করতে পারে।। তখন স্টক রম ফ্ল্যাশ করতে হয়।আর ফ্লাস করতে গেলে ২০০ অথবা ৩০০ টাকা লাগে।
আর যাতে এই টাকাটা খরচ না হয় সেজন্যই আজকের আমার এই টিউন।অর্থাৎ নিজেই নিজের মোবাইল ফ্লাস দিন আর টাকা বাচান।
চলুন তাহলে শুরু করি
যা যা লাগবেঃ
২. আপনার মোবাইলের ড্রাইভার
যেভাবে স্টক রম ফ্ল্যাশ করবেনঃ
১. প্রথমে USB Driver ইন্সটল করে নিন।।
২. স্টক রমটি এক্সট্রাক করে নিন।।
৩. SP Flash Tool ডাউনলোড করুন
৪. SP Flash Tool ফোল্ডারের থেকে sp tool.exe ওপেন করুন।
৫. Scatter-loading এ ক্লিক করে scatter_emmc.text ফাইলটি সিলেক্ট করুন।
৬. এবার দেখুন sp tool এর নিচে সব গুলো option টিক দেওয়া আছে কি না। না থাকলে সব গুলো option টিক দিয়ে দিন
৭. এখন Download এ ক্লিক করুন
৮. মোবাইল বন্ধ করে ব্যাটারি খুলে ফেলুন আর USB cable দিয়ে পিসির সাথে কানেক্ট করুন।।
৯. সবকিছু ঠিক মত করলে অটো ফ্ল্যাশ শুরু হবে।।
১০. ঠিক মত ফ্ল্যাশ হয়ে গেলে সবুজ গোল সিগন্যাল দেখাবে।
১১. এবার sp tool ভাল ভাবে close করে usb ডিসকানেক্ট করুন।
১২. ফোন on করুন। প্রথম অবস্থায় মোবাইল চালু হতে ৫/৬ মিনিটের মত সময় নিবে।তারপর আপনি আপনার মোবাইল
টি আগের অবস্থায় ফিরে পাবেন।
http://www.mediafire.com/download/5f5h3owa7s7y6g2/SP-Flash-Tool-v5.1352.01.zip

No comments:

Post a Comment